১) সকল প্রকার শুমারী পরিচালনা করা (আদম শুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ইত্যাদি)।
২) কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য (স্থায়ী ও অস্থায়ী ফসল) সংগ্রহ পূর্বক হেড আফিসে প্রেরণ করা। (৬টি প্রধান প্রধান ফসল ও
১০৫টি অপ্রধান ফসল)।
৩) প্রধান প্রধান ফসল ধান,পাট,গম, আলু ইত্যাদির আয়তন এবং কর্তন পূর্বক উৎপাদন নিরোপন করা।
৪) দাগগুচ্ছ হইতে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা (১৪টি দাগগুচ্ছ)।
৫) মনিটরিং দি সিচুয়েসন অফ ভাইটাল ষ্টাটিসটিকস অফ বাংলাদেশ প্রকল্প (MSVSB)এর আওতায় জন্ম, মৃত্যু, বিবাহ,
তালাক, বিচ্ছেদ/পৃথক বসবাস, আগমন ও র্বিগমন এর ইত্যাদির পরিসংখ্যান সংগ্রহ করা।
৬) খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবার সমূহের অর্থনৈতিক অবস্থা, দারিদ্রতা ইত্যাদি পরিমাপের তথ্য সংগ্রহ প্রেরণ।
৭) উপজেলা সকল ইউনিয়নের পরিষদের বাজেট সংগ্রহ করা।
৮) প্রাকৃতিক দুর্যোগ এর কারণে উপজেলা বিভিন্ন ফসল ও সম্পদের ক্ষয়-ক্ষতির তথ্য সংগ্রহ ও প্রেরণ।
৯) প্রধান (আউস, আমন, বোরু, গম, পাট, আলু, ভূট্রা) ফসলের আয়তনের অগ্রিম পূর্বাভাস তথ্য সংগ্রহ ও প্রেরণ করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS